দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুরে কলের পাড়ে খেলতে গিয়ে ঘটলো বিপত্তি। কলের পানি নিস্কাসনের গর্তে পড়ে দেড় বছর বয়সী শিশু রাবেয়ার করুণ মৃত্যু হয়েছে। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাগানপাড়ার রাব্বির মেয়ে দেড় বছর বয়সী শিশু রাবেয়া গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সবার অজান্তে খেলছিলো বাড়ির কলের পাড়ে। এসময় শিশু রাবেয়া কলের পানি নিস্কাসনের ছোট গর্তে পড়ে যায়। বেশ কিছু সময় রাবেয়াকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাড়ির কলের পাড়ের গর্তের পানি থেকে উদ্ধার করা হয় রাবেয়ার লাশ। শিশু রাবেয়ার করুণ মৃত্যুতে পরিবারের কান্নার রোল পড়ে যায়, গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। এশা বাদ স্থানীয় গোরস্তানে বেদনা-বিধুর পরিবেশে রাবেয়ার লাশ দাফন করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ