দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুরের শামীম হোসেনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার এসআই আলমগীর কবীর, গোলাম মোস্তফা, এএসআই আনোয়ারুল হক ও আবু বক্কর সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আলহেরা মাধ্যমিক বিদ্যালয় এলাকায়। পুলিশ বিদ্যালয়ের সামনে হেরিং রাস্তার ওপর থেকে গ্রেফতার করেছে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার শাহাজুল ইসলামের ছেলে শামীম হোসেনকে (৩৪)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত শামীমের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের জেহের আলীর ছেলে আলমগীর (৩০)। এ ঘটনায় এসআই আলমগীর কবীর বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত শামীম ও পলাতক আসামি আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ