দর্শনা অফিস: দর্শনা থানা লোকমোর্চার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ৩৫ সদস্যের এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। গতকাল শনিবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ডস্থ ওয়েভ ফাউন্ডেশনের বেজ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি সাংবাদিক শাহ আলম সনি। জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মনোয়ারা মিনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। লোকমোর্চার কার্যক্রম তুলে ধরেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার আব্দুল আলীম সজল ও কানিজ সুলতানা। সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট দর্শনা থানা লোকমোর্চা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেটকে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি হাফিজুল ইসলাম, কামরুন নাহার রানী শাহ, সাংবাদিক এফএ আলমগীর, ব্যবসায়ী কামাল উদ্দিন আহম্মেদ সান্টু, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সাংবাদিক জাহিদুল ইসলাম, হিন্দু সম্প্রদায় নেতা উত্তম কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হানিফ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর রহমান অনিক, প্রচার সম্পাদক সাংবাদিক ইকরামুল হক পিপুল, সহ-প্রচার সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিদ হাসান রিফাত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল রানা, নারী বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন বেবি, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, রেলবাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, সাংবাদিক আরিফ হাসান, আব্দুর রশিদ, সায়েম হোসেন তুষার, শাহজামাল, শফিকুল আলম, রাশেদ মল্লিক, শফিকুল ইসলাম জান্টু, জহুরুল ইসলাম, লুৎফর রহমান, সোহরাব উদ্দিন ফারুক, আলমগীর হোসেন মোল্লা, মাওলানা শাহ আলম, সাব্বির হোসেন বাঁধন, আসিফ হাসান, শোভন দাস, ফাতেমা খাতুন লাকি ও নাজমা খানম।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.