দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক ও সন্ত্রাস বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে করেছে গ্রেফতার। উদ্ধার করেছে ইয়াবা ট্যাবলেটসহ ধারালো অস্ত্র। গত পরশু শনিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের মোবারকপাড়ায়। এ সময় আটক করা হয় মোবারকপাড়ার আব্দুল কুদ্দুসের স্ত্রী ডলি খাতুন (৫০) ও শান্তিপাড়ার লোকমান মিয়ার ছেলে বকুল হোসেনকে (২৮)। পুলিশের দেয়া তথ্যনুযায়ী গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিকিকিনির ৬হাজার ৪শ টাকা। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদি হয়ে ওই রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে পুলিশের একই দল গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শান্তিপাড়া-পরাণপুর আবাসনের সামনের সড়ক থেকে গ্রেফতার করেছে দর্শনা দক্ষিণচাঁদপুর টাওয়ারপাড়ার শাহজাহান মন্ডলের ছেলে ওয়াসিমকে (৩৫)। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো ছুরি, চাইনিজ কুড়াল ও লম্বা দড়ি। যা সড়কে ছিনতাইয়ে ব্যবহার করা হতো। এ ঘটনায়ও এসআই মাসুদুর রহমান বাদি হয়ে ওয়াসিমের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.