দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুটের ঘটনায় গ্রেফতার ৪

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুট করার ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা লুণ্ঠিত মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হাসুয়া ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত পরশু সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনার দর্শনা হরিশচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন-দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম ম-লের ছেলে মওলা বকস্ (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছালাম (৩৫), দর্শনা সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২), দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব্বির সাগর ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামে ৪জন সাব্বিরকে কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছ থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নেয়। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেন। এরপর, দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার আসামিদের কাছে থাকা লুণ্ঠিত স্বর্ণের বালা ও নগদ ২৫ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত অভিযুক্ত ৪ ডাকাতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More