দর্শনা কেরুজ তৈয়ব সংগঠনের কর্মীসভা
দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। তবে তফসিল ঘোষণা হয়নি এখনো। তবুও নির্বাচনী প্রচারণায় পড়েনি ভাটা। প্রচার-প্রচারণায় তুঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকরা। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রার্থী সাবেক সভাপতি তৈয়ব আলীর সংগঠনের কর্মীসভা গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সংগঠনের কর্ণধার তৈয়ব আলী বলেন, হতাশ হবেন না, কোন ষড়যন্ত্রই এবারের ভোট বন্ধ করতে পারবে না। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে চুক্তি ভিত্তিক শ্রমিক ভাইদের সাথে নিয়ে ভোট যুদ্ধে লড়বো ইনশাল্লাহ। একটি কথা মনে রাখবেন, আমাদের বিজয় নিশ্চিত জেনেই বিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে। বিভিন্ন তালবাহানা করছে ভোট বানচালের। সকলকে ঠান্ডা মাথায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। সভার সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক। সাংবাদিক ইয়াসির আরাফত মিলনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, কেরুজ শ্রমিক নেতা আবুল কাশেম, ওমর ফারুক, আব্বাস আলী, ওমর ফারুক, রানা, মনিরুল ইসলাম ঝন্টু, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, সাইফুদ্দিন সুমন, আনিসুর রহমান, ইদ্রিস আলী, জহিরুল ইসলাম, আবু ফয়সাল, মতিউর রহমান, সোহরাব হোসেন, সাঈফ উদ্দিন সুমন, আসাদুল ইসলাম প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.