দর্শনা কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

দর্শনা অফিস: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এ কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের সকল কর্মকান্ডের বিচার করে শাস্তি নিশ্চিত করা ও ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্টু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস এবং দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষকে স্মারক লিপি পেশ করা হয়েছে। গত পরশু বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ কর্মসূচিকালে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভা। সভার সভাপতিত্ব করেন দশনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান। আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান সামাউল, ছাত্রদল নেতা রাজ হোসেন, শান্ত, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত জামিল পাপ্পু, সাবেক ছাত্রদল নেতা সজীব, হাসান, ওমিন, ডিপার্টমেন্ট সভাপতি মাহফুজ, সেজাত, আকাশ, উৎসব, সাহাদ, সাইফ, ফারুক, আ. হাই, রিফাত, লিমন, সুজন, অভি প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More