আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করুন
দর্শনা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগরসহ নেতৃবৃন্দ নৌকার পক্ষে প্রচারণা রেখেছেন অব্যাহত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটছেন এমপি আলী আজগার টগর। পাশাপাশি এমপি টগরের পক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকরা দলেদলে চাচ্ছে দোয়া ও ভোট। গতকাল বুধবার জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনভর নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পরিপূর্ণভাবে পূরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নকে নস্যাৎ করতে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। বানচাল করা চেষ্টা করছে ৭ জানুয়ারির নির্বাচন। তাদের সকল অপচেষ্টা রুখে দিয়ে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিন এবং শেখ হাসিনা সরকার গঠন করুন। এমপি টগরের সাথে ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম মর্তূজা, আব্দুল লতিফ অমল, ইউপি চেয়ারম্যান কাদের প্রধান, কেরুজ অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহাব উদ্দিন, ঢাকা জেসিআই’র লোকাল ডিরেক্টর মুনতাসির আজগার আকাশ প্রমুখ। এদিকে সন্ধ্যায় দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু ও পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের নেতৃত্বে নেতৃবৃন্দ দর্শনা কেরুজ হরিজন সম্প্রদায় মহল্লায় নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, কাউন্সিলর সাব্বির হোসেন মিকা, এনামুল কবির, সাইফুল ইসলাম মুকুল, আশুর উদ্দিন আশু, বিল্লাল হোসেন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার কৃতিসন্তান সহিদুল হক মোল্লা আবারও শ্রেষ্ঠ করদাতা
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.