দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: দর্শনা আকন্দবাড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশ মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়েছে। গতকাল রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকন্দবাড়িয়া গ্রামের সবকটি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনসিডিলসহ আটক করা হয়েছে স্বামী-স্ত্রীকে। দায়ের করা হয়েছে মামলা। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আব্দুর রহমানের ছেলে মাহবুবুর রহমান জনি (৩৭) ও তার স্ত্রী আকলিমা বেগমকে (৩১) আটক করে যৌথবাহিনী। আটককৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বিকিকিনির ৩ হাজার ৫৮০ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের মেম্বার হলেন শাহরিয়ার জাহেদী
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.