বেগমপুর প্রতিনিধি: দর্শনা থানাপুলিশ আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চিহ্নিত মাদককারবারী কালামকে আটক করেছে। গ্রেফতারকৃত কালামকে মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার দর্শনা থানাপুলিশ শনিবার রাত ১০টার দিকে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়ার সোহরাবের কাঁঠাল বাগানে। এসময় পুলিশ বাগানের ভেতর থেকে গ্রামের মৃত সামসুল হকের ছেলে চিহ্নিত মাদককারবারী আবুল কালামকে (৪৫) গ্রেফতার করে। সেই সাথে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।