দর্শনা অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি শীর্ষক আলোচনাসভা দর্শনা মেমনগরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজি ইসরাফিল হোসেন। আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য লুৎফর রহমান, রেজাউল ইসলাম, সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহান আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুবদলনেতা আব্দুস সাত্তার, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোর্শেদ লিংকনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিনেতা আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম, বদরুদ্দিন, শহিদুল ইসলাম, উথান আলী, মগবুল, খায়রুল, জিয়াউর, সোহাগ, সুজন, জাকির, রানা, আনিস, ছাত্রদলনেতা আব্বাস, আবু শামা, রাকিব, ইব্রাহিম প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.