দর্শনায় পেটে বাছুরসহ গরু জবাইকালে হাতেনাতে পাকড়াও নাসির কসাই
ভ্রাম্যমাণ আদালতে অর্থদ- : মাটিতে পুতে ফেলা হলো মাংস
দর্শনা অফিস: ভোরে সকলের অগোচরে পৌর পিলখানায় পেটে বাছুরসহ গাভীন গরু জবাই করে গ্যাড়াকলে পড়েছেন নাসির কসাই। পুলিশের হাতে ধরা পরে গুনতো হলো জরিমানা। মাংসের কেরোসিন ঢেলে মাটিতে পুতে ফেলা হয়েছে। দর্শনা রেল বাজারের নাসির কসাই গত সোমবার ডুগডুগি পশুহাট থেকে ৭১ হাজার টাকায় ওই গরুটি কেনেন। গতকাল মঙ্গলবার ভোরে দর্শনা পৌর পিলখানায় গরুটি জবাই করলে পেটে বাছুর পাওয়া যায়। এমন খবরের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে নাসির কসাইকে। উদ্ধার করে বাছুরসহ গরুর মাংস। এ ঘটনায় সকাল ১০টার দিকে দর্শনা থানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত কসাই নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদ-ে দ-িত করেন আদালতের বিচারক, দর্শনা পৌর প্রশাসক, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দর্শনা পৌরসভার প্রকৌশলী সাজেদুর রহমান, পৌর কর্মকর্তা সরোয়ার হোসেন, রুহুল আমীন, হারুন অর রশিদ প্রমুখ। পরে উদ্ধারকৃত মাংসে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.