দর্শনা প্রতিনিধি: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গত পরশু রোববার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নিরব হোসেনের নেতৃত্বে অভিযান চালায় ঝাঁঝাডাঙ্গা বগানপাড়ায়। এ সময় দর্শনা থানার এসআই ফজলুর রহমান, এএসআই বশির আহম্মেদ, এএসআই মামুনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঝাঁঝাডাঙ্গা বাগানপাড়ার আনিচুর রহমানের বাড়িতে। দর্শনা থানা পুলিশ বসত বাড়ির উত্তর পার্শ্বে ভূট্টার গাদার নিচ থেকে বাজার করা ব্যাগের ভেতরে প্লালাস্টিকে মোড়ানো তিন কেজি গাাঁ উদ্ধার করে। পরে পুলিশ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা বাগানপাড়ার শহর আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী আনিছুর রহমান (৪০) ও আমির হোসেনের ছেলে বিপ্লব মিয়াকে (২৫) গ্রেফতার করে। এ ঘটনায় এস আই ফজলু বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। গতকালই তাদের দুজনকে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।