দর্শনা অফিস: চুয়াডাঙ্গা দর্শনায় ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-দর্শনা সিন্ডবিপাড়ার লালু মুন্সির ছেলে পারভেজ (২০) ও দক্ষিণচাঁদপুর গ্রামের হল্ট স্টেশনপাড়ার আব্দুল খালেকের ছেলে সাব্বির ইসলাম (১৯)। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নীতিশ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা পরানপুর গ্রামের পরানপুর কফি হাউজ এন্ড ফাস্টফুড’র সামনে থেকে পারভেজ ও সাব্বির ইসলামকে ৬ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.