দর্শনায় জামায়াতের সাধারণসভা ও দোয়া অনুষ্ঠানে আজিজুর রহমান
জামায়াত সুষ্ঠ সুশৃঙ্খল চাঁদাবাজ ও দুনীতি মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখে
দর্শনা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সাধারণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ এশা দর্শনা বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু হানিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা শাখার সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর শাখার আমির সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু, দর্শনা পৌর যুব জামায়াতের সভাপতি গোলাম সরোয়ার, পৌর বাইতুল মালের সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, বিগত আওয়ামী সরকার অন্যায়ভাবে জামায়াতকে কথা বলতে দেয়নি। আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। বছরের পর বছর বাড়িতে ঘুমাতে দেয়নি। উপজেলা পরিষদের মিটিং শেষ করে বের হচ্ছি, ওসি এসে বললেন স্যার একটু থানায় যেতে হবে। থানায় নিয়ে মামলা দেয়া হলো। এজাহার পড়ে দেখি আমরা নাকি উপজেলা মসজিদের সামনে দাঁড়িয়ে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? সেই জালিম বিদায় হয়েছে। এখন আল্লাহ সুযোগ দিয়েছেন আপনাদের সামনে ইসলামের দাওয়াত প্রকাশ্যে খোলা ময়দানে দেয়ার। জামায়াতে ইসলামী এমন একটা দেশ চায় যেখানে ব্যবসায়ী স্বাধীনভাবে তার ব্যবসা করবে, কাউকে চাঁদা দিতে হবেনা। হাট ঘাট কেউ দখল করবেনা। সুষ্ঠু, সুশৃঙ্খল, চাঁদাবাজ ও দুনীতি মুক্ত দেশ গড়ার স্বপ্ন জামায়াত দেখে। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাদের বলেন, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ পরাণের দেশ, এখানে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারেনা। আজ ইসলামের রাজ কায়েমের আন্দোলনে সকলকে শরীক হতে হবে। একটা বিপ্লব শেষ হয়েছে। আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। যে বিপ্লবের স্বপ্ন আমাদের পূর্ব পুরুষেরা দেখতেন। সভাশেষে দর্শনা বাসস্ট্যান্ডে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী কয়েকজন ব্যবসায়ী ও আগস্ট বিপ্লবের শহীদদের জন্য দোয়া করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.