দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে অভিযুক্ত এক মাদককারবারীকে। উদ্ধার করেছে ইয়াবা ট্যাবলেট। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশে এসআই নীতিশ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সনিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামে। পুলিশ ওই গ্রামের তমালতলাপাড়ার সোহেল রানার চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করে সদর উপজেলার মাঝেরপাড়া গ্রামের আজার হোসেনের ছেলে আরিফুল ইসলামকে (৪০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত আরিফুলের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই নীতিশ বিশ্বাস গ্রেফতারকৃত আরিফুলের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.