দর্শনা অফিস: দর্শনার পারকৃষ্ণপুরে সুমাইয়া হত্যা ও ধর্ষণ মামলায় করণীয় বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছে দর্শনা থানা লোকমোর্চার নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা থানা লোকমোর্চার সভাপতি প্রফেসর আজিজুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ নিহত সুমাইয়ার বাড়িতে যান। সুমাইয়ার মা ও বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মামলার সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দর্শনা থানা লোকমোর্চার সভাপতি অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, সাধারণ সম্পাদক, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সহ-সভাপতি সাংবাদিক এফএ আলমগীর, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক হানিফ মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জান্টু, সদস্য সরোয়ার হোসেন, সায়েম হোসেন, আসিফ হাসান, ওয়েব ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলিম সজল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে উদ্যোক্তাদের ১২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.