স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার আটক করেছে। আটককৃত স্বর্ণের মূল্য ৩১ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চুয়াডাঙ্গা বিজিবি। মালিকবিহীন অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দর্শনা সীমান্তবর্তী ঝাঁজাডাঙ্গা গ্রাম দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ঝাঝাডাঙ্গা কবরস্থান এলাকায় পাকা রাস্তার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬৮ গ্রাম (৪০.১২ ভরি) ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ চারটি বারের আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলাসহ জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ