তৃতীয়বারের মত ইউপি সদস্য নির্বাচিত হলেন কলিম উদ্দীন

আলমডাঙ্গা ব্যুরো/আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য পদে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। পুনঃনির্বাচনে ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কলিম উদ্দিন বিশ^াস। সকাল থেকেই ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
গাংনী ৯নং ওয়ার্ডে পুনঃনির্বাচনে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজুওয়ানা নাহিদ। রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলমগীর শফিউল্লাহ। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই আমিনুল হকসহ সঙ্গীয় ফোর্স।
গত ২৮ নভেম্বর ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন বিশ^াস ও মোরগ প্রতীকের প্রার্থী মমিনুল হক মমিন সমানভাবে ৪০১ ভোট পান। দুজনে সমান ভোট পাওয়ায় ভোটের ফলাফল দেয়া সম্ভব হয়নি। পরে নির্বাচন অফিস সিদ্ধান্ত গ্রহণ করেন পুনঃনির্বাচনের। গতকাল ২১ ডিসেম্বর গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।
গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৩৮ জন। পুনঃনির্বাচনে ৮৫৮ ভোট পোল হয়েছে। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে। ফুটবল প্রতীক নিয়ে কলিম উদ্দিন বিশ^াস ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মমিনুল হক মমিন মোরগ প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা বলেন, ২৮ নভেম্বর ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাংনী ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ প্রার্থী সমান ভোট প্রাপ্ত হয়। পরে ২১ ডিসেম্বর পুনঃনির্বাচনের সিদ্ধান্ত হয়। আজ (গতকাল) ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পুনঃনির্বাচনে ফুটবল প্রতীকে কলিম উদ্দিন বিশ^াস ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মমিনুল হক মমিন মোরগ প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়েছেন।
পুনঃনির্বাচন সম্পর্কে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সাধারণ নির্বাচনে গাংনী ইউনিয়নে ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট প্রাপ্ত হয়। পরবর্তীতে ২১ ডিসেম্বর ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More