দামুড়হুদা প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় ঢাকাস্থ নিউ ইস্কাটন রোডে অবস্থিত গ্রান্ড প্যালেস চাইনিজ এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হকের নিকট হতে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার এই কৃতিত্বে দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি এস এম আনোয়ার হোসেন অপু।
পূর্ববর্তী পোস্ট
যুগ্ম সচিব হলেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার ‘গরিবের অফিসার’ আমিনুর রহমান
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.