শারদীয় উৎসবের ছুটি কাটিয়ে বাসায় ফিরে দেখলেন সোনার গহনাসহ নগদ টাকা নেই
স্টাফ রিপোর্টার: ডা.পরিতোষ কুমার ঘোষের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কস্থ বাসা থেকে ১৩/১৫ ভোরি ওজনের স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় এক লাখ টাকা রহস্যজনকভাবে চুরি হয়েছে। ফরিদপুরে শারদীয় উৎসব শেষে চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কস্থ ভাড়ার বাসায় ফিরে ঘরে ঢুকে আলমারি খুলে দেখেন স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নেই। অথচ বাড়ির সবই ঠিক ঠাকই রয়েছে। তা হলে চুরি হলো কীভাবে? কে করলো চুরি? রহস্য উন্মোচনে ভবনের সিসি ক্যামেরার ফুটেজ দেখাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিলো।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সাবেক মেডিসিন ও কাডিয়োলজি কনসালটেন্ট বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. পরিতোষ কুমার ঘোষ স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতাল সড়কের নিরিবিলি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় বসবাস করেন। শারদীয় দুর্গা উদযাপনে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে ফরিদপুরস্থ শ^শুরবাড়িতে যান গত ১ অক্টোবর। ধর্মীয় উৎসব উদযাপন শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গায় ফেরেন। বিকেলে বাসায় প্রবেশ করে দেখন ঘরের সব কিছু ঠিকঠাকই রয়েছে। চেকসহ প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চুপড় যেখানে যেমন ছিলো তেমনই আছে। আলমারিটাও যথযথভাবে লাগানো। সেটা খুলে দেখেন ভেতরে রাখা নগদ প্রায় এক লাখ টাকা ও ১৩ থেকে ১৫ ভোরি সোনার গহনার একটিও নেই, চুরি হয়ে গেছে। ঘর বাড়ির তালা ভাঙা নয়। আলমারির তালা ভাঙারও আলামত নেই। তা হলে চোর চুরি করলো কীভাবে? এ প্রশ্নের জবাব মিলছে না। শেষ পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ দেখার কাজ শুরু হয়েছে। রহস্য উন্মোচনসহ চোরাই মালামাল উদ্ধারের নিমিত্তে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করার প্রস্তুতি রয়েছে। চুয়াডাঙ্গার সনামধন্য চিকিৎসক ডা. পরিতোষ কুমার ঘোষের বাড়িতে চুরি হওয়ার খবর শহরে চাওর হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেছেন, যে ভবনে ডা. পরিতোষ কুমার ঘোষ বসবাস করেন তা অনেকটাই সুরক্ষিত। এরপরও চুরি হলো কীভাবে? তদন্তে উন্মোচন হবে রহস্য।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ