টেকসই উন্নয়নের জন্য সাক্ষরতা তথা শিক্ষা অপরিহার্য
চুয়াডাঙ্গা-মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনাসভায় বক্তারা
স্টাফ রিপোর্টার: ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এ সেøাগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষরতা বাড়াতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে উল্লেখ করে আলোচকরা বলেন, বর্তমান সময়ে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনমান বৃদ্ধিতে সাক্ষরতা সহায়তা করে। টেকসই উন্নয়নের জন্য সাক্ষরতা তথা শিক্ষা অপরিহার্য। বক্তারা বলেন, সাক্ষরতার মাধ্যমে একজন মানুষের ক্ষমতায়ন ঘটে এবং তিনি স্বাধীনভাবে চিন্তা করার সামর্থ্য অর্জন করেন। শিক্ষা মানুষের মানবিক গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত ১৯৭২ সালে সংবিধানের ১৭ অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। তারা আরও বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণ করেন। বর্তমান সরকারও শিক্ষাবান্ধব। শিক্ষার উন্নয়ন ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নানামুখী প্রশংসনীয় কার্যক্রম বাস্তবায়ন করছেন। ফলে দেশে শিক্ষিতের হার ও পাশাপাশি সাক্ষরতার হার বেড়েছে। সাক্ষরতার হার শতভাগে উন্নীত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চুয়ডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম মিনহাজের সঞ্চালনায় সভায় কারী কবির আহম্মেদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করেন বাবু সুনীল মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারাহ রাফসি বক্তব্য রাখেন। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমরা ভারবাহী শিক্ষা চায় না। সমাজ গঠনে প্রয়োগিক শিক্ষা গ্রহণ করবো। যারা বিচারকাজে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের জন্য একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। সামাজিক সমস্যা আত্মহত্যার বিষয়ে নিয়ে পরিকল্পনা নিয়েছি। উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে। ওই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের একজন ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ৭০’র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার হেদায়েতুল্লাহ। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার খালিদ সাইফুল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছেন, চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে র্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, পিআইও অফিসার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুম্মন, জেলা নির্বাচন অফিসার ওলিউর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অলিউর রহমান প্রমুখ। এদিকে এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গতকাল শুক্রবার সকালে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারের সদিচ্ছা ও সহযোগিতার কারণে স্বাক্ষরতার হার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাক্ষরজ্ঞান করে তুলতে হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এদিকে এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ শুরু করে মুজিবনগর স্মৃতিসৌধ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।