ইয়াবাখোর
আহাদ আলী মোল্লা
ইয়াবা খোর মানুষগুলোর
আলাদা নয় রূপ,
আমার মতো তোমার মতো?
চুপ করো চুপ চুপ।
একই রকম দেখতে তারা
ভদ্রতা খুব দেখি,
ওরাই বেশি ইয়াবা খায়
বলছো বাবা এ কী!
নেতার ছেলে স্যারের পোলা
জমিদারের নাতি,
মাদক দিয়ে করছে ঝোড়ে
রোজই চড়–ইভাতি।
যায় না বোঝা যায় না দেখা
কার ভেতরে কী?
উচিত কথা বলতে জিভেয়
কামড় খেয়েছি।
খবর: (চুয়াডাঙ্গায় তিনশ’ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক)
১০.০৬.২০২০