ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা শহরের ‘সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ একটি কন্যাশিশু চুরি হয়।
কালীগঞ্জ থানার এসআই আবুল কাশেম জানান, কালীগঞ্জ শহরের বলিদা পাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শাবানা বেগমের এক কন্যা সন্তান হয়। বিকাল ৩টার দিকে। নবজাতকের জন্মের পর একজন অপরিচিত মহিলা প্রসূতির ক্যাবিনে এসে আলাপ জমিয়ে নেয়। নবজাতক তার নানির কোলে ছিল। “ইফতারের আগে ওই মহিলা শিশুর নানিকে বলে-শিশুটিকে আমার কাছে দেন। আপনি ইফতার করতে যান। এরপর অপরিচিত মহিলা শিশুটি চুরি করে পালিয়ে যায়।”শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান এসআই কাশেম।