ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমাবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪৫) ও ইমরান হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি নূর মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা এলকার মৃত হাজি নজীর আহমেদের ছেলে ও মো. ইমরান হোসেন যশোর জেলার বেনাপোল উপজেলার ভবারবেড় এলাকার আজিবার রহমানের ছেলে।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, সোমাবার ভোর রাতে টেকনাফ থেকে দু’জন ইয়াবাবহনকারী ঝিনাইদহ হয়ে যশোর যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফর ঝিনাইদহ বাস টার্মিনালে টেকনাফ থেকে ছেড়ে আসা বাস যাত্রীদের তল্লাশি করা হয়। সে সময় নূর মোহাম্মদের কাছে ৯ হাজার ৫শ’ পিস ও ইমরানের কাছে ৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। আসামি ইমারান অন্য বাসের হেলপার। এ সময় আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।