ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৯ মে) সকালে গ্রামবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার স্বামী পলাতক রয়েছে।
নিহত সাথী বেগম (১৯) উপজেলার দলিলপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
সাথীর মা বলেন, মাগুরা সদর উপজেলার ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের সঙ্গে ছয় মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বুধবার সাথী বাবার বাড়ি আসেন। তার স্বামীও আসেন সঙ্গে। শনিবার সকালে ঘরের ভেতর সাথীকে মৃত দেখা যায়। “সাথীর স্বামী পালিয়ে গেছে। সাথীর কাছে সাথীর বাবার ৯০ হাজার টাকা ছিল। মহিষ কেনার জন্য। সেই টাকা পাওয়া যায়নি। সাথীর কানে রিং ছিল। তাও নেই। সুজন আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।”
লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি জাহাঙ্গীর আলম।