স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলায় শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ শুরু হয়েছে। চিকিৎসকরা বলেছেন ঋতু পরিবর্তনের কারণে এ দুটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। সদর হাসপাতালে রোগীর ভিড় সামলাতে ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড আছে আটটি। সেখানে রোগী ভর্তি থাকছে ৮৫ থেকে ৯৫ জন। সদর হাসপাতালে আউটডোরে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ শিশুরোগী আসছে। সদর হাসপাতালের এক শিশুরোগীর মা রোকেয়া বেগম জানান, তার বাচ্চা তিন দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সুস্থ হয়নি। তাদের গ্রামে আরো শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ার হোসেন বলেন, ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময় শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়ে থাকে। জনবল কম থাকলেও তারা সাধ্যমতো শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন। সপ্তাহখানেক আগে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব শুরু হয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম বলেন, ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে এ সময় শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকে। মায়েদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।