ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শেখ মুজিবের ম্যুরাল (মূর্তি) বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এর আগে বুধবার মধ্যরাতে স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত ম্যুরালের আগুন ধরিয়ে উল্লাস করে তারা। সকাল থেকে শহরজুড়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা ৩টার দিকে তারা জড়ো হন শিল্পকলা একাডেমি চত্বরে। সেখানে হাসিনাবিরোধী সেøাগান দিতে দিতে বুলডোজার দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, জেলা পরিষদ চত্বর, জেলা জজ আদালতের সমানে, শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, এলজিইডি ভবন চত্বরসহ বিভিন্ন দপ্তরে শেখ মুজিবের ম্যুরাল এবং মনুমেন্ট নির্মাণ করা হয়। এর আগে ৫ আগস্ট এক দফায় ভাঙচুর করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.