ঝিনাইদহে ব্যাগ থেকে টাকা হারানোয় শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ালেন শিক্ষিকা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় স্কুল শিক্ষার্থীদের ‘চাল পড়া’ খাওয়ানোর অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বুধবার। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও অভিভাবকরা জানান, গত সোমবার দুপুরে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে কবিরাজের কাছ থেকে ‘চাল পড়া’ এনে শিক্ষার্থীদের খাওয়ান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ম্যাডামের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় তিনি ‘চাল পড়া’ নিয়ে আসেন। পরে সেই চাল সব ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়। রাশেদা নামে এক অভিভাবক জানান, শিক্ষিকার টাকা হারানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে ‘চাল পড়া’ খাওয়ানো হয়েছে। এটা খুবই দুঃখজনক। একজন শিক্ষক হয়ে তার থেকে এমন আচরণ প্রত্যাশা করি না। অভিভাবক স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে যাওয়ায় তিনি জোরপূর্বক শিক্ষার্থীদের ‘চাল পড়া’ খাইয়েছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। অনেকেই ভয়ে স্কুলে যেতে চাইছে না। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবকরা খোঁজখবর নিতে স্কুলে গেলেও ওই শিক্ষিকাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, ‘আমার টাকা চুরি হয়েছে। অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে। তবে তা কবিরাজের কাছ থেকে পড়িয়ে আনা হয়নি। সাধারণ চাল খাওয়ানো হয়েছে। যেন শিক্ষার্থীরা সত্যটা বলে দেয়।’ এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, ‘এ ধরণের একটি খবর শুনেছি। ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More