স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলা শহরের নবগঙ্গা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় চার ব্যাগ সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরসভার খাজুরা এলাকা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।
ঝিনা্লেইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সরকারি হাসপাতালে সরবরাহের জন্য বিক্রয় নিষিদ্ধ ৪ ব্যাগ ওষুধ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়য়। এ খবরের ভিত্তিতে পুলিশ নদী তীরে গিয়ে লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার করে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার আরও বলেন, এর আগে শহরের চাকলাপাড়ার একটি বাসা থেকে আনুমানিক ৩০ লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধারসহ র্যাব সদস্যরা একজনকে আটক করেছে। পুলিশ তদন্ত করছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ