ঝিনাইদহে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে ধর্ষণ মামলার আসামি মতিয়ার বিশ্বাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মতিয়ার সদর উপজেলার হনিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের জিন্দার বিশ্বাসের ছেলে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে শৈলকুপা উপজেলার মিনগ্রামে ছিলেন ধর্ষণের শিকার মেয়েটির মা-বাবা। এ সুযোগে টিভি দেখতে এসে নিজবাড়িতে মেয়েটির হাত-মুখ বেঁধে ধর্ষণ করে প্রতিবেশী মতিয়ার। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণ মামলা দায়ের করায় ধর্ষক মতিয়ার বিশ্বাসের ভাই গ্রামের সামাজিক মাতব্বর মজিদ বিশ্বাস ও ভুক্তভোগীর চাচা শফিউল্লাহ ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে মামলা মিটিয়ে ফেলার জন্য সামাজিকভাবে চাপ প্রয়োগ করছে। এ ব্যাপারে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত এখন বিচার করবে। তবে সামাজিকভাবে বাদীকে চাপ প্রয়োগের বিষয়ে ওসি আরও জানান, বিষয়টি সম্পর্কে এখনও কোন অভিযোগ পায়নি। মামলার বাদী অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।