সমতা ক্লিনিকের ডাঃ মোকাররমের করোনা ধরা পড়লেও ক্লিনিকটি বন্ধ করার উদ্যোগ না নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে ঝিনাইদহে ৮২ জন আক্রান্ত হলেন। শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহ জেলার ৮৪ জনের করোনা নমুনার ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে শহরের সমতা ডায়াগনস্টিক সেন্টারের সোলাইমান, জহুরুল, মাহফুজুর, আসিক কুমার বিশ্বাস, তুষার, সাবিনা ও সোহেল লস্কারের করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে সমতা ক্লিনিকের প্রাইভেট প্রকটিশনার ডাঃ মোকাররমের করোনা ধরা পড়লেও ক্লিনিকটি বন্ধ করার কোন উদ্যোগ নেয় নি বলে অভিযোগ উঠেছে। এছাড়া কালীগঞ্জের নলডাঙ্গার আব্দুল হান্নান, কোলা গ্রামের মক্কেল আলী ও হরিণাকু-র পাখিমারা ভায়না গ্রামের মিলন রয়েছে। এদিকে হরিণাকু-ুর হিঙ্গেরপাড়ার গ্রামের তরিকুল নামে একজন পজেটিভ রোগীর ফলোআপ রিপোর্ট পুনরায় পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় ৮২ জনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেলো। সদরের বেড়াদি গ্রামে ফাকা থেকে আসা আশাদুলের ছেলে হামিদুলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রক্তের নমুনা দিয়ে তিনি আবার ঢাকায় চলে গেছেন। শনিবার দুপুরে তার বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্তের দিক থেকে ঝিনাইদহ সদরে সর্বচ্চ ২২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া কালীগঞ্জে ২০ জন, শৈলকূপায় ১৭ জন, কোটচাঁদপুরে ১৩ জন, হরিণাকু-ুতে ০৬ জন ও মহেশপুরে ৪ জনসহ মোট জেলায় ৮২ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৪১ জনের বেশি সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন অফিস সুত্রে বলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ