ঝিনাইদহের সাধুহাটির ইব্রাহীম মৃত্যুর আগে দিয়ে গেলেন জবানবন্দি

বিষ খাইয়ে ভ্যান ছিনতাই : হাসপাতালে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে ইব্রাহীম ম-ল (৩৮) নামে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। ভ্যান কেড়ে নেয়ার পর তাকে কোমল পানির সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ। শুক্রবার তিনি সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন ম-লের ছেলে। মৃত্যুর আগে ইব্রাহীম ম-ল জবানবন্দিতে তাকে কীভাবে বিষপান করিয়ে ভ্যান কেড়ে বিক্রি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। এই হত্যাকা-ের সঙ্গে সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম জড়িত বলে মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি উল্লেখ করেন। নিহতের মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত ১০ই ফেব্রুয়ারি রাস্তায় ভাড়া মারছিলেন ইব্রাহীম। এ সময় রতন নামে এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামের যাওয়ার কথা বলে তার ভ্যান ভাড়া করেন। যাওয়ার পথে প্রতারক চক্রের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে মোবাইলে কথা বলতে থাকে রতন। সাধুহাটি থেকে ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় পৌঁছালে ইব্রাহীমের ভ্যানটি দাঁড় করিয়ে রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে মুখের মধ্যে বিষ ঢেলে দেয়। এরপর ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এদিকে চারদিন অসুস্থ থাকার পর ইব্রাহীম ম-ল শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ভাই আশরাফুল ইসলাম জানান, তার ভাইয়ের সংসারে ভাীি ও এক প্রতিবন্ধী কন্যাসহ দু’টি শিশু সন্তান রয়েছে। তিনি এ হত্যাকা-ের বিচার দাবি করেন। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ভ্যানচালক ইব্রাহীমের পোস্টমর্টেমের রিপোর্ট হাতে আসার পর পুলিশ অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More