জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা জোরদার করার তাগিদ

স্টাফ রিপোর্টার: বিনা খরচে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারণা গতিশীল ও বেগবান করার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইডকমিটির চেয়ারম্যান মো. জিয়া হায়দার বলেছেন, কর্মপরিকল্পনা নির্ধারণ করে উপজেলা কমিটির সমন্বয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে প্রচার কার্যক্রম তরাম্বিত করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। গতকাল বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিকসভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তথা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। উপস্থিত ছিলেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুসরাত জেরীন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল (ভারপ্রাপ্ত) লস্কর সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, জেলা কারাগারের সুপার দেওয়ান তরিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক পিপি অ্যাড. মো. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি মো. ইউনুস আলীসহ কমিটির সদস্যসহ প্যানেল আইনজীবী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার মো. সাইফুদ্দীন হোসেন সভার সভাপতির অনুমতিক্রমে সভার কার্যক্রম শুরু করেন। তিনিই সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভায় পূর্ববতী সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আইনগত সহায়তা প্রদানের আবেদনপত্র সমহের ওপর অবগতি ও সিদ্ধান্ত নেয়া হয়। নিয়োগকৃত আইনজীবীগণের দাখিলী বিল অনুমোদনের পাশাপাশি লিগ্যাল এইডের কার্যক্রম বৃদ্ধিতে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়েও আলোকপাত করা হয়। সভার সভাপতি কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্যানেল আইনজীবীগণের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জেলবন্দি আসামিদের মধ্যে যারা লিগ্যাল এইড’র মাধ্যমে আইনগত সহায়তা নিচ্ছেন তাদের সাথে সংশ্লিষ্ট আইনজীবী আইনগতভাবে যোগাযোগ রক্ষা করলে বিচার প্রার্থী আশ্বস্ত হবেন। এ দিকে বিশেষভাবে আন্তরিক হওয়া প্রয়োজন। প্রসঙ্গত: সভায় নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More