জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দুটি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে এক দালাল ও ৪ ধুরকে আটক করেছে। আটকৃত ৪ ধুরের মধ্যে দুইজন নারী রয়েছে। আটককৃত ধুরেরা (অবৈধ পথে ভারতে যাতায়াতকারীদের স্থানীয়ভাবে ধুর নামে ডাকা হয়) অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের অপচেষ্টা করছিলো। এ ছাড়াও বিজিবি এসময় মেদিনীপুর বিওটি ৪৯ বোতল ভারতীয় মদ ও উথলী বিজিবি মায়ো রোজ নামে ২১ হাজার ৪৫০ পিস ট্যাবলেট উদ্ধার করে। এসময় সহযোগীসহ এক নারী চোরাকারাবারিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি এ অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপজেলার বেনীপুর সীমান্তের অধীন মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কাওছার আলীর ছেলে ভারত মানব পাচারের সাথে জড়িত মিরাজকে (২৮) আটক করা হয়। বেনীপুর বিওপির হাবিলদার আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে পিপুলবাড়িয়া গ্রামের জালাল বিশ^াসের ধানী জমির পাশের রাস্তা হতে আটক করে। এসময় তার সাথে থাকা ধুর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ইদ্রিস মিয়াপাড়ার হাবি বিশ^াসের ছেলে সোহাগ (৩০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার খুরুমখালী গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩৫) ও তার স্ত্রী (২৮) এবং মেদিনীপুর বিওপির হাবিলদার জলিল মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা চ্যাংখালীতে অভিযান এক নারী ধুরকে (৪৫) আটক করে। এছাড়াও মেদিনীপুর বিওপির হাবিলদার জলিল মোল্লার নেতৃত্বে মেদিনীপুর সীমান্তের একটি আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং উথলী বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শিংনগর গ্রামের হোটেল মোড় নামক স্থানে বিকেল ৩টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৭১৫ প্যাকেট ভর্তি মায়ো রোজ নামে ২১ হাজার ৪৫০ পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মহিলা কারবারিসহ তার সহযোগী উপজেলার মাধবখালী গ্রামের নাসির উদ্দীনের ছেলে সাদ্দামকে আটক করা হয়। তবে বিজিবির পক্ষ হতে আটক দুই মহিলা ধুর ও এক নারী কারবারীর নাম প্রকাশ করা হয়নি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সাইফুল ইসলাম ৫জন ধুরসহ ৪৯ বোতল মদ উদ্ধারের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.