জীবননগর ব্যুরো: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতীয় নাগরিক মা ও মেয়েকে আটক করেছে। গতকাল সোমবার গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে গোয়ালপাড়ায় অবস্থিত মোল্লা ব্রিক্সের পাশের একটি আমবাগানের মধ্য হতে তাদেরকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার বানপুরের কুলোপাড়া গ্রামের সামছুল ম-লের স্ত্রী গলে বিবি (৩৫) ও তার মেয়ে ছায়া খাতুন (১৮) ওরফে শোভা বিনা পাসপোর্টে সকাল ১০টার সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে। গয়েশপুর বিওপির একটি টহল দল তাদেরকে গোয়ালপাড়ার একটি আমবাগান হতে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা রুজু করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান খান ভারতীয় নাগরিক মা-মেয়ে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুলোপাড়া গ্রামটি একটি সিটমহলের মতো যেটি তারকাটার এ পাশে পড়েছে। গয়েশপুর সীমান্তে এ গ্রামটির অবস্থান।