জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে ১২ কেজি রুপোর গয়নাসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিজিবির একটি দল অভিযান চালিয়ে শহরের ইসলামী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করে। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর বিওপির হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সীমান্তের নতুনপাড়া গ্রামের চিহ্নিত চোরাকারবারি আশকার আলীর ছেলে গয়না পাচারকারী জাহাঙ্গীর আলম ওরফে ঝন্টুকে একটি মোটরসাইকেলসহ আটক করে। এ সময় কাছ নিকট থেকে ১১ কেজি ৯৯৯ গ্রাম রুপোর গয়না উদ্ধারসহ তাকে আটক করা হয়। অভিযানকালে তার অপর সহযোগী একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহিন আলম (২২) ও গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম (১৯) পালিয়ে যায়। আটকৃকত জাহাঙ্গীরসহ পালতক দুই জনকে আসামি করে বিজিবি সন্ধ্যায় জীবননগর থানায় মামলা দায়েরসহ তাকে সোপর্দ করে।
এছাড়া, আরও পড়ুনঃ