জীবননগর মনোহরপুরে জামায়াতের ইফতার মাহফিলে রুহুল আমিন
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় মনোহরপুর বাস¯ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন। জেলা আমির বলেন, আমরা আমাদের কর্মীদের পকেটের টাকা দিয়ে ন্যায় ইনসাফের ভিত্তিতে যেমন করে শৃংখলাভাবে দল পরিচালনা করছি, কোন গ্রুপিং নেই, কোন গ-গোল-হট্টগোল নেই, ঠিক তেমনইভাবেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারব ইনশাআল্লাহ। আমাদের ইসলামী নীতি মেনে ইসলামী শরিয়াহ মোতাবেক অর্থব্যবস্থা চালু করে কোরায়ানিক শাসন ব্যবস্থা চালু করায় জামায়াতে ইসলামী লক্ষ্য।
রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ। শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.