জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর মাঠপাড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধূ মাদকাসক্ত স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ নাসিমা খাতুনের ৯ বছর পূর্বে একই গ্রামের আরিফুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আরিফুল ও শ্বশুর বাদল যৌতুকসহ বিভিন্ন উপঢৌকনের দাবিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। নাসিমা খাতুন জানান, তার বাবা-মা সুখের কথা চিন্তা করে তাদের নিজ বসতভিটার জমিতে থাকার ব্যবস্থা করে দেন। তবে তার স্বামী আরিফুল ইসলাম একজন মাদকাসক্ত এবং সংসার জীবন সম্পর্কে উদাসীন। তিনি তার স্ত্রী ও দুই শিশু সন্তানের প্রতি দায়িত্ব পালন না করে উল্টো তাদের ওপর নির্যাতন চালান। অভিযোগ অনুযায়ী, আরিফুল ইসলাম মাদক সেবন করে শুধু স্ত্রীকেই নয়, তাদের দুই শিশু সন্তানকেও মারধর করেন। সর্বশেষ মঙ্গলবার দুপুর ২টার দিকে কোনো কারণ ছাড়াই তিনি স্ত্রীকে বেধড়ক মারধর করেন। যার ফলে নাসিমা মারাত্মকভাবে আহত হন। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.