জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী কাল রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এরা হলেন মোস্তফা কামাল রবি (ফুটবল) ও রেজাউল ইসলাম (মোরগ)। দীর্ঘ প্রায় এক মাস নির্বাচনী প্রচারণার পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, এ ওয়ার্ডের ভোটের সংখ্যা ১ হাজার ৮২২। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯০ ও মহিলা ভোটার সংখ্যা ৯৩২। বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কক্ষের সংখ্যা ৬টি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত করতে প্রশাসনের পক্ষ হতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাঁকা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক গত ২৫ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডটি শূন্য হয়ে পড়ে। এ উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ