জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আসন্ন ঈদ পুনর্মিলনী উদযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক আমিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঈদের একদিন পর ঈদ পুনর্মিলনীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদ পুনর্মিলনী উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঢাকার সমন্বয়ক এটিএন বাংলার কৃষি বিষয়ক উপস্থাপক মীর এমদাদ আরী হাবিব, ঢাকার সমন্বয়ক কাজী মনিরুজ্জামান লাভলু, জীবননগরের সমন্বয়ক নাসির উদ্দীন, আব্দুর রাজ্জাক, এমআর আবু, ছামাউল হক, প্রভাষক মোজাফফর হোসেন, মোমিন উদ্দিন, এসএম মাহবুবুর রহমান, নেছার উদ্দীন টুটুল, জহিরুল ইসলাম, সালাহ উদ্দীন কবীর, প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, কাজী খালিদুজ্জামান, শামীম সরোয়ার, আছাদুর রহমান, আবুল বাসার, আবুল কাশেম, মতিয়ার রহমান, তামজিদুর রহমান বিদ্যুৎ, প্রভাষক আমিনুল ইসলাম তারেক, আব্দুল আলেক, আশরাফ হোসেন, বসির উদ্দীন, আরিফুর রহমান ও মহিউদ্দিন। প্রস্তুতিসভায় র্যালি, অলোচনাসভা, স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতি সন্ধ্যাসহ দিনব্যাপী অনুষ্ঠানসূচি গ্রহণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.