জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আঁশতলাপাড়া থেকে উধাও দুই স্কুলছাত্রী ও নববধূকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে জীবননগর বাসস্ট্যান্ড থেকে দুই স্কুলছাত্রী ও যশোর বেনাপোল থেকে নববধূকে উদ্ধার করা হয়।
জীবননগর থানা সূত্র ও উধাও হওয়া দুই স্কুলছাত্রী জানায়, নববধূ কবিতার সাথে স্বামী সুমনের রাতে ঝামেলা হয়। সে সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের আম বাগনে দাঁড়িয়ে ছিলো। দুই স্কুলছাত্রী পবিত্র কোরআন পড়ার উদ্দেশ্যে ভোর ৬টায় নিজ বাড়ি থেকে নববধূ বাড়ির ভেতরে প্রবেশের সময় নববধূ পাশের আম বাগানের মধ্যে তাদের ডেকে সংসারের ঝামেলার কথা জানায় এবং তাদের সাথে নিয়ে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলেন। স্কুলছাত্রীরা যেতে রাজি না হলেও তাদেরকে বলে, যাবো আর চলে আসবো। কথামতো দুই স্কুলছাত্রী তার সাথে যেতে রাজি হয়। তাদের নিয়ে যশোর বেনাপোল নববধূ কবিতার বান্ধবীর বাড়ি চলে যায়। তারা সেখানে পৌঁছানোর পর স্কুলছাত্রী দুজন বাড়িতে আসার কথা জানালে নববধূ আসতে মানা করে এবং ফোন করার কথা বললে তাল-বাহানা শুরু করে। একপর্যায়ে নববধূ জানান রাতে থেকে কাল সকালে বাড়ি চলে যাবি। স্কুলছাত্রীরা নিরুপায় হয়ে সেখানে রাত্রিযাপন করে এবং সকালের বাস ধরেই তাদের জীবননগর পাঠিয়ে দিলেও নববধূ সেখানেই থেকে যায়। জীবননগর বাসস্ট্যান্ড থেকে পুলিশ দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং নববধূকে যশোর বেনাপোল থেকে উদ্ধার করে বলে জানা যায়। জীবননগর থানার ওসি আব্দুল খালেক সাংবাদিকদের জানান, নববধূর সাথে দুই স্কুলছাত্রী বাড়ি থেকে যশোর বেনাপোল বেড়াতে যায় প্রাথমিক পর্যায়ে এমনটাই জানিয়েছে তারা। দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং নববধূকে উদ্ধারের জন্য একটি টিম বেনাপোল পৌঁছেছে। পাচারের উদ্দেশ্য নেয়া হয়েছে কিনা জানতে চাইলে বলেন, আমরা এটাই ধারনা করছিলাম। তবে তারা বাড়িতে না জানিয়ে মূলত বেড়ানোর উদ্দেশ্য চলে যায়। নববধূর সংসারে ঝামেলা করে বাড়ি থেকে তাদের সাথে নিয়ে বের হয়ে গিয়েছে এমনটা জানা গিয়েছে। তবে নববধূর খালা এখনও আমাদের হেফাজতে আছে। সে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
আপনাদের পত্রিকর বয়স অনেক পুরানো হলেও অনলাইনে তা ৪-৫ দিন পর পাওয়া যায়। এভাবে হতে থাকলে আর কোনদিন মাথাভাঙ্গা কেউ পড়বে না।