জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষার মান্নোনয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ ৭ দফা দাবি নামা পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের শিক্ষার্থীরা এ দাবিনামা অধ্যক্ষ মোজাফফর হোসেনের হাতে তুলে দেন। ৭ দফা দাবি নামার মধ্যে রয়েছে কলেজের সকল শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক এবং প্রত্যেক শিক্ষার্থী ও কর্মচারীদের পরিচয়পত্র প্রদান করতে হবে, কলেজে ক্লাসের কার্যক্রম চলাকালে বিনানুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে; শিক্ষার্থী ও শিক্ষকদের কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ধূমপান ও অন্যান্য নেশাদ্রব্য সেবন সম্পূর্ণ বন্ধ করতে হবে। অবকাঠামোগত উন্নয়নসহ ক্লাস রুমগুলো পাঠদানের মাধ্যমে চিত্তাকর্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রতি ৩ অথবা ৬ মাস পরপর প্যারেন্টস মিটিংয়ের আয়োজন করতে হবে, রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে এবং খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ সহশিক্ষা কার্যক্রমের নিয়মিত আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের পক্ষে তাহামিম তোহা, হাবিবুর রহমান পলাশ, তানভীর ইশরাক ও আরিফুল ইসলাম এ দাবিনামা পেশ করেন।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান বাবুসহ ৬৯ জনের নামে মামলা
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.