জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযানে গয়েশপুর গ্রামের চান্দু মন্ডল ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর থানার একটি টিম গয়েশপুর গ্রামের একটি সড়কে অভিযান চালিয়ে চান্দুকে গ্রেফতার করে। জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে থানার সাব-ইন্সপেক্টর জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে গয়েশপুর-ডাঙ্গাপাড়াগামী সড়কের গয়েশপুরে খাজা মন্ডলের মেহগনি বাগানের নিকট অভিযান পরিচালনা করেন। এ সময় গয়েশপুর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে চান্দু মন্ডলকে (৪৫) আটক করা হয়। তার নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চান্দুর বিরুদ্ধে থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ তাকে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.