জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলা শহরে ও আন্দুলবাড়িয়া বাজারে ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন প্রথম শ্রেণির নির্বাহী মাজিস্ট্রেট ইউএনও আরিফুল ইসলাম রাসেল। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীন ওষুধ ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আন্দুলবাড়িয়া বাজারের দুজন ওষুধ ব্যবসায়ীকে ৬ হাজার ও জীবননগর শহরের হাসপাতাল সড়কের এক ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সতর্ক করা হয়েছে এ তিন ওষুধ ব্যবসায়ীকে।
সূত্রে জানা যায়, ওষুধ প্রশাসনের চুয়াডাঙ্গা সহকারী পরিচালক কেএম মুহসীনিন মাহবুবকে সঙ্গে নিয়ে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় লাইসেন্স বিহীনভাবে ওষুধ ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ওষুধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারার আন্দুলবাড়িয়া বাজারের মেসার্স আনসার আলী এন্ড ড্রাগ হাউজের স্বত্বাধিকারী মিঠুন খানকে ১ হাজার, মেসার্স সাফিন মেডিকেল হলের স্বত্বাধিকারী কাজি মুরসালিনকে ৫ হাজার ও জীবননগর শহরের হাসপাতাল সড়কের মেসার্স মা মেডিকেল হলের স্বত্বাধিকারী জাকির আহম্মেদ শামীমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জীবননগর থানা, শাহাপুর ও রায়পুর ফাঁড়ি পুলিশের টিম এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।