জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন গতকাল রোববার সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলায় ১২ জনের করোনা ভাইরাস পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ হলো।
গত বুধবার রাতে সাবিনা খাতুন (৪৪) নামে উথলীর ওই নারী সর্দি-জ¦র, হাঁচি-কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে মারা যান। এর পূর্বে তিনি যশোরে তার পিত্রালয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখান হতে ফিরে ১ সন্তানের ওই জননী করোনার মতো উপসর্গে আক্রান্ত হন। বুধবার রাত ১১টার দিকে মারা গেলেই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম সাবিনার শরীর হতে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরীক্ষাগারে পাঠায়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে স্বাস্থ্য বিধি মেনে রাত ৩টার দিকে ইসলামী ফাউণ্ডেশন তার দাফন কাজ সমপন্ন করে। এ ঘটনায় জীবননগর থানা অফিসার ইনচার্জ ৫ বাড়ি লকডাউন করে। এ দিকে এ নারীর মৃত্যুর পর উথলীসহ জীবননগর উপজেলাবাসী করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে। গতকাল তার নেগেটিভ আসার খবরে স্বস্তি ফিরে এসেছে।