জীবননগর ব্যুরো: করোনার তৃতীয় ঢেউ শুরুর পর চুয়াডাঙ্গার জীবননগরে নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল সোমবারই শনাক্ত হয়েছে সর্বাধিক ৭ জন। ২৫ জনের করোনা পরীক্ষা করে এ সংখ্যা পাওয়া গেছে। এদিকে গত ২০ দিনে এ উপজেলায় ১৭ হাজার ৯৩৯ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। এ উপজেলায় ১৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা এদিন উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এ ছাড়াও উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তুজা, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার শিমু ও ওসি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রম প্রতিরোধে সরকারি দিক নির্দেশনা পালনের ওপর জোর তাগিদ দেয়া হয় এবং বিকেলে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন ইউএনও আরিফুল ইসলাম রাসেল। সভায় জনপ্রতিনিধি, সুধী, সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট
কার্পাসডাঙ্গা হাইস্কুলের সাবেক অভিভাবক সদস্য শফি উদ্দিনের ইন্তেকাল
এছাড়া, আরও পড়ুনঃ