জীবননগরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত : রাজশাহী রেফার্ড
স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলার ছোট হারদা গ্রামে স্ত্রী মমতাজ বেগমকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে তারই স্বামী আসাদুল হকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে মমতাজ বেগমকে নিয়ে তার পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মমতাজ বেগম জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ছোট হারদা গ্রামের আসাদুল হকের স্ত্রী। তবে কি কারণে কুপিয়েছে এ বিষয়ে কেউ মুখ খোলেননি। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় শাহাপুর ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মামুন দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করে বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে জানা যায়নি। স্বামী পলাতক রয়েছে। তারা গ্রামের একজন নির্জনস্থানে বসবাস করেন। ঘটনার প্রথমে বাড়িতে থাকা ভুট্টা বিক্রির এক লাখের বেশি টাকা কেটে কেটে টুকরো করে ফেলে স্বামী আসাদুল। এরপর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, মমতাজ বেগমের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার পরামর্শ দিয়েছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.