জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষকের দেড় বিঘা ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে হরিহরনগর খেজুরতলা মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শওকত আলী (৪৫) একই গ্রামের কলপাড়ার বদর উদ্দিন মন্ডলের পুত্র। স্থানীয়রা কৃষকেরা জানান, কৃষক শওকত আলী দেড়বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন হলো ড্রাগন গাছের ব্যাপক ফুল এসেছে। তবে রাতের আঁধারে পূর্ব শত্রুতা জের ধরে তার ড্রাগন বাগানের গাছগুলো গোড়া থেকে কেটে দেয়াসহ সিমেন্টের খুঁটি গুলো উপড়িয়ে ফেলা হয়েছে। কৃষক শওকত আলী অভিযোগে বলেন, ধার-দেনা করে আমার ড্রাগন বাগানে অনেক টাকা খরচ করেছি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পর কিছুদিন হল ড্রাগন গাছে ফুল আসা শুরু করেছে। এরপর গতকাল রাতে ড্রাগন বাগান দেখাশোনার জন্য কৃষক আশরাফ আলী পুত্র সালাউদ্দিন (৩৩) ও লাল মোহাম্মদ এর পুত্র কবির (২৮) সহ আমরা মাঠে যাই। আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে আমার ড্রাগন বাগানে ভাঙচুরের শব্দ পায়। এরপর দ্রুত ড্রাগন বাগানে প্রবেশ করলে একই গ্রামের আবু তাহেরের পুত্র আজাদ (৪৫), লাল মিয়ার পুত্র আশিক (২৭) এবং আয়নালের পুত্র মনিকে (৩৫) দ্রুত পালিয়ে যেতে দেখি। পরে দেখি আমার ড্রাগন গাছগুলো সব কাটা এবং সিমেন্টের খুঁটিগুলো সব উপড়ে ফেলা রয়েছে। এতে করে আমি দিশেরহারার মধ্যে পড়ে গেছি। আমার ধারণা পূর্ব শত্রুতার কারণেই তারা আমার ড্রাগন বাগানটি কেটে ফেলেছে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, ড্রাগন গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.