জীবননগর ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক। জীবননগর উপজেলার ইউনিয়ন পর্যায়ের যুব নেতৃবৃন্দের অংশগ্রহণের এ কর্মশালায় ভোট কেন্দ্র ব্যবস্থাপনা ও রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় এ কর্মশালায় আলোচনা করেন উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মোমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মোতালেব, যুবনেতা মোস্তাফিজুর রহমান, ওমর আলী, আকতারুজ্জামান, সালাউদ্দীন আহম্মেদ, সাগর আহম্মেদ, বিপ্লব হোসেন, নুরুজ্জামান, এলাহী বক্স ও মিল্টন মিয়া প্রমুখ।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.